ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ পরিচালিত পাঁচ বছর মেয়াদি (২০১৮ – ২০২৩) একটি প্রকল্প। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বাজার ব্যবস্থা পদ্ধতির মাধ্যমে জোন অব ইনফ্লয়েন্স (বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল) এবং জোন অব রেজিলিয়েন্স এ (কক্সবাজার ও বান্দরবান জেলা) অ্যাকোয়াকালচার সেক্টরের প্রবৃদ্ধি অর্জন। সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো হলোÑ অ্যাকোয়াকালচার সেক্টরে অধিক উৎপাদনশীলতা অর্জন; অ্যাকোয়াকালচার সেক্টরে বাজার পদ্ধতি শক্তিশালী করে বিশেষত নারী ও যুবদের জন্য এতে যুক্ত হওয়ার সুযোগ বৃদ্ধি এবং পুষ্টি বিষয়ে জনসাধারণের, বিশেষত নারী ও যুবদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।

Read more……