বাংলাদেশের নদ-নদীগুলো ক্রমাগতভাবে শুকিয়ে বা তলানি পড়ে যে চর তৈরি হচ্ছে, তাতে গড়ে উঠছে অসংখ্য বসতবাড়ি। চরাঞ্চলে শাকসবজি ও ফলমূলের উৎপাদন ও প্রাপ্যতা দুই-ই কম। ফলে এখানকার মানুষ নানাবিধ পুষ্টিহীনতার শিকার। অথচ পরিকল্পিতভাবে আবাদ করলে পুষ্টিকর, নিরাপদ এবং টাটকা শাকসবজি ও ফলমূলের সহজলভ্য ও উত্তম উৎস হতে পারে এ বসতবাড়ি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীগণ দীর্ঘদিন থেকে বসতবাড়িতে ফসল উৎপাদনে বৈজ্ঞানিক ব্যবহার নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ‘রংপুর চর মডেল’ উদ্ভাবন করা হয়। এই মডেলে একটি বসতবাড়িকে ১০টি উৎপাদনক্ষম স্থানে ভাগ করে প্রতিটি স্থানের জন্য উপযোগী ফসল নির্বাচন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বছরব্যাপী চাষ করা হয়।